(ভিডিও সহ) ভিটামিন-এ প্লাস উপলক্ষে মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা

December 20, 2017,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভিটামিন-এ প্লাস (২য় রাউন্ড) ক্যাম্পেইন উপলক্ষে মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ ডিসেম্বর দুপুরে ইপিআই ভবনে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. বীনেন্দু ভৌমিক।

সভায় জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর থেকে জাতীয় ভিটামিন-এ প্লাস (২য় রাউন্ড) ক্যাম্পেইন এর আওতায় ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসূল ও ১২ থেকে ৫৯ বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসূল খাওয়ানো হবে। জেলার মোট ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ২১০টি ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হবে।

২৪৫জন স্বাস্থ্য কর্মী, ২৬২জন পরিবার কল্যাণ সহকারী ও ৯টি পৌরসভায় ৯জন টিকাদান কর্মী কাজ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com