(ভিডিওসহ) মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে প্রশিক্ষণ নিলেন দেড় শতাধিক হজ যাত্রী
স্টাফ রিপোর্টার॥ প্রতি বছরের মত এ বছরও মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে যাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দেড় শতাধিক হজ যাত্রী অংশ নেন।
মঙ্গলবার ১৭ জুলাই মৌলভীবাজার শহরের ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম চলে। হজ পালনকালে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করেন এনটিভির নিয়মিত হজ, উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী তুলে দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। উপহার সামগ্রীদের মধ্যে ছিল পিঠের বেগ, কোমরের বেল্ট, সেন্ডেলের বেগ, পাসপোর্ট বেগ, হাওয়া বালিশ, হজ নির্দেশিকা ও কাংকর বেগ।
ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক এস এম উমেদ আলীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, বাসস প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আব্দুল কাহির সুহেল, খেলাফত মজলিশের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক বকসী মিছবাহ উর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আজিজুল হক তোয়েল, মোঃ আবু মিয়া, আব্দুস শহীদ, সাংবাদিক মু ইমাদ উদ দীন, হোসাইন আহমদ, জুলফিকার আলী ভুট্টো, এমদাদুল হক, মোঃ আশরাফ আলী প্রমুখ। প্রশিক্ষণ শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা রহুল আমিন। সব শেষে হজ যাত্রীদের সম্মানে দূপুরের খাবারের আয়োজন করা হয়।
মন্তব্য করুন