(ভিডিওসহ) এম সাইফুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর যুব সমাজের আয়োজনে প্রতি বছরের মত এবারো প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে।
৮ মার্চ শুত্রুবার বিকেলে নিতেশ্বর (অস্থায়ী) খেলার মাঠে এম সাইফুর রহমান স্মৃতি ক্যাশ প্রাইজ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্ত হয়। এই টুর্ণামেন্টে জেলার ৩২ টি ক্রিকেট দল অংশ নেয়। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি,সাবেক এমপি ও প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বকসী মিছবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল, গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সাজ্জাদ আহমদের পরিচালায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, ইউপি সদস্য মীর শামীম আহমদ, সাংবাদিক আশরাফ আলী, ফটো সাংবাদিক মঞ্জু বিজয় চৌধুরী, বিএনপি নেতা শিমুল আহমদ, নিতেশ্বর যুব সমাজ ও নিতেশ্বর ক্রিকেট ক্লাব (এনসিসি) এর সদস্য ইমরান,তুহিন, টিপু,উজ্বল, জাবের, সুমন, ইমন,রেদওয়ান, নাঈম,সামাদ,নোমান ও হাসান আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় নির্দিষ্ট ১০ ওভারে ১৪৮ রান করে নিতেশ্বর ক্রিকেট ক্লাব (এনসিসি)। জবাবে সব ক’টি উইকেট হারিয়ে ১৪৭ রান করে ক্রিকেট ফাইর্টাস্ মৌলভীবাজার। ১ রানে বিজয়ী হয় নিতেশ্বর ক্রিকেট ক্লাব। ১ম পুরস্কার ছিল নগদ ২০ হাজার টাকা ও ক্রেস্ট। ২য় পুরস্কার ছিল নগদ ১০ হাজার টাকা ও ক্রেস্ট। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ ও ম্যান অবদ্যা টুর্ণামেন্ট হন শিবলু আহমদ।
মন্তব্য করুন