(ভিডিওসহ) এলজিইডির বাহুবল উপজেলা প্রকৌশলীকে অবৈধভাবে গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

March 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনও এর ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে মৌলভীবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) কর্মকর্তা কর্মচারীবৃন্দ মানববন্ধন পালন করেছে।

১২ মার্চ মঙ্গলবার দূপুরে মৌলভীবাজার এলজিইডি অফিসের সম্মুখের রাস্থায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ খান। সিনিয়র সহকারি প্রকৌশলী ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারি প্রকৌশলী আব্দুল হাই স্বপন ও হিসাব রক্ষক মোঃ ফারুক হোসেন।

এ সময় বক্তারা বলেন, বাহুবল উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন ২ লক্ষ টাকার ভুয়া বিল ভাউচারে স্বাক্ষর না করায় ক্ষমতার অপব্যবহার করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জসিম উদ্দিন পুলিশ ডেকে তার কার্যালয় থেকে গ্রেফতার করান।

তারা ঘটনার সুষ্টু তদন্ত, ক্ষমতার অপব্যবহারকারি ইউএনওকে অভিলম্বে প্রত্যাহার সহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com