(ভিডিওসহ) কবুতর প্রদর্শনী : একজোড়া কবুতরের দাম ২লক্ষ টাকা

October 10, 2018,

ইমাদ উদ দীন॥ “শখের পায়রা হোক মাদক মুক্ত সমাজ ও আত্মকর্মসংস্থানের হাতিয়ার” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল কবুতর মেলা।

৯ অক্টোবর  মঙ্গলবার সকালে পায়রা মেলার প্রদর্শনীর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম ও মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব।  মৌলভীবাজারের সৌখিন ৩০টি কবুতর খামারির উদ্যোগে দিনব্যাপি এই প্রর্দশনীর আয়োজন করা হয়। প্রদশর্নীতে দেশ বিদেশী ৪৮ প্রজাতির কবুতর স্থান পায়। ১০ হাজার থেকে ২ লক্ষ টাকা দামের কবুতরও প্রর্দশীত হয়। সকাল থেকে প্রর্দশনী স্থানে স্কুল কলেজ শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভীড় ছিল লক্ষণীয়। আয়োজকরা দর্শনার্থীদের কবুতরের প্রজাতি ও তাদের গতি প্রকৃতি, খাদ্যতালিকা, রোগবালাই ও স্বতন্ত্র বৈশিষ্ট তুলে ধরেন। পায়রা নিয়ে কৌতুহলী লোকজনের নানা প্রশ্নেরও উত্তর দেন। তাদের আন্তরিকতায় মুগ্ধ হন দর্শনার্থীরা। দর্শনার্থীদের জন্য মন্তব্য বইতেও তারা তাদের আনন্দ ও উচ্চাস্বের কথা লিখেন। পায়রা ছাড়াও  সেরেমা,জাপানিজ,চাবু,কাদাকনাথ ব্রাহামা ও আছিল মোরগ এবং এ্যাকুরিয়ামের মাছের মধ্যে ছিল ফাইটার,গ্লাসকেট,ডিসকার্স,গাপ্পি,সোর্ডটেল,ব্লাকগোষ্ট,প্লাটি। আর ৪৮ প্রজাতির কবুতরের প্রত্যকটি প্রজাতিই ছিল আর্কষণীয়। স্বতন্ত্রবৈশিষ্ট, রং ও শারিরিক গঠন প্রত্যকটি প্রজাতি একে অপরকে ছাড়িয়ে।  ইংলিশ ট্রামপিটার, লাহোর, রিভার সুইং পোটার, শোকিং, ইংলিশ ফেন্টেইল, জেকবিন, মন্ডিয়ান, পোটার, বোখারা, ইউকে পিয়ার ট্রিপলার,পোমাবানিয়া পোটার,বসিয়ানি টাইম্বলার,স্টিকটাম্বলার,সবজি,সুন্দরীসহ দেশী ও বিদেশী প্রজাতির চোখধাঁধানো জাতের কবুতর। আয়োজকরা জানান স্থান সংকুলান না হওয়ায় তারা আরো অনেক প্রজাতির কবুতর প্রদর্শনীতে দেখাতে পারেননী। আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজনের ইচ্ছা রয়েছে তাদের। তারা জানান যুব সমাজকে মাদকাসক্ত না হতে এবং নিজ উদ্যোগে কবুতর পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব লাগব করার নিমিত্তেই তাদের এই আয়োজন। সৌখিনতার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ও তাদের অনুপ্রাণিত করাই তাদের এই আয়োজনের স্বর্থকতা। সৌখিন কবুতর খামারিরা জানান প্রত্যেক্ষেই শখের বসে তারা কবুতর লালন পালন করে যাত্রা  শুরু করলেও এখন অনেকেই এটাকে পেশা হিসেবে বেঁচে নিয়েছেন। এটা অত্যন্ত লাভজনক। কারন দেশী কিংবা বিদেশী প্রজাতির কবুতর ১২ মাসে ০৮-১০ জোড়া কবুতর জন্ম  দেয়। প্রর্দশনীতে স্থান পাওয়া প্রত্যেকটি কবুতরই স্থানীয় খামারিদের কাছেই পাওয়া যাবে। আগ্রহীরা তাদের কাছ থেকে বাচ্চা কিনে ও পরামর্শ নিয়ে খামার করতে পারেন। তারা জানান ইংলিশ ট্রামপিটার একজোড়া কবুতরের দাম ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com