(ভিডিওসহ) কুদালীছড়ার দুই পাড় ও মনুনদীর শান্তিভাগ তীর হবে দৃষ্টিনন্দন : ৩৩ কোটি টাকা বরাদ্দ
স্টাফ রিপোর্টার॥ কুদালীছড়া খালের স্থায়ী সংস্কার ও শহরের শান্তিভাগ এলাকায় মনুতীরে দৃষ্টিনন্দন পথ ও স্পট নির্মাণের জন্য ৩৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান কুদালীছড়া খাল পরিদর্শন শেষে স্থায়ীভাবে সংস্কারের জন্য ২৩ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে এই কাজটি বাস্তবায়নের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। টেন্ডার শেষে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে শশুরু হবে। এদিকে শহরের শান্তিভাগ এলাকায় মনু নদীর পাড়ে রাস্তা নির্মাণ, ওয়াকওয়ে ও বিউটিফিকেশনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে ইউজিপ-৩ প্রকল্প।
৩ অক্টোবর বৃহস্পতিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এ বিষয় নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। এ সময় শহরের কুদালীছড়া অংশের ২৬শ মিটার এলাকার ম্যাপ ভিডিও চিত্রে দেখানো হয়। ভিডিও চিত্রে পুরো কাজের উপর ধারণা দেওয়া হয় সাংবাদিকদের।
মতবিনিময়কালে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, টিভি হাসপাতাল সড়কের কালভার্ট থেকে শ্রীমঙ্গল সড়কের কুদালীছড়া পুল পর্যন্ত পৌরসভার আওতাধীন ২৬শ মিটার অংশ স্থায়ীভাবে সংস্কারের জন্য কাজ হবে। এক সপ্তাহের ভেতর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই কাজের মধ্যে রয়েছে কুদালীছড়ার দুই পাশে গাইড ওয়াল নির্মাণ,পায়ে হাঁটার রাস্তা, ফুল গাছ লাগিয়ে ছড়া পাড়ের সৌন্দর্যবর্ধন, বৈদ্যুতিক বাতি লাগানো, পাবলিক টয়লেট নির্মাণ, পথিকের জন্য ছাউনী বানানোসহ গাইডওয়ালের পাশে এস এস রেলিং তৈরি করা। পথিক যাতে ছড়ার পারে নির্বিঘেœ হাঁটতে পারেন এ জন্য কুদালীছড়াকে সিসি টিভির ক্যামেরার আওতায় আনা হবে।
কুদালীছড়া খাল স্থায়ীভাবে সংস্কারের উদ্দেশ্য সম্পর্কে পৌর মেয়র বলেন, পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, পৌরবাসীর শারিরীক ও মানসিক প্রশান্তির সুব্যবস্থা করাসহ পানিবাহিত রোগ প্রতিরোধ করা, কৃষি জমি রক্ষা করা, কুদালীছড়ার সীমানা সংরক্ষণ করা, সর্বোপরি ফুলেল শহর হিসাবে মৌলভীবাজারকে রূপদান করা।
অন্যদিকে ইউজিপ প্রকল্পের আওতায় শহরের শান্তিভাগ এলাকার মনু নদীর পাড়ে হাঁটার জন্য রাস্তা সংস্কার, গাছ লাগানো, নর্দমা ও ফুটপাত নির্মাণ, নদী পাড়ে প্রতিরক্ষা দেয়াল তৈরি, পাবলিক টয়লেট নির্মাণ, গাড়ি পার্কিং সুবিধা, নদীতে ঘাট নির্মাণ, ক্যাফিটোরিয়া, ছাউনি নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ সড়কবাতির ব্যবস্থা করা। পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য দৃষ্টিনন্দন স্পট ও স্থাপনা তৈরি করা হবে।
মতবিনিময় সভায় মেয়র মোঃ ফজলুর রহমান আরো বলেন, মৌলভীবাজার শহরের প্রধান সমস্যা ছিল কুদালীছড়া। এই ছড়া সংস্কারের অভাবে পানি সরবরাহ বিঘœ ঘটায় এই খালটি দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছিল। এতে শহরে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা লেগে থাকতো। আমি মেয়র হওয়ার পরে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার সমস্যা চিহ্নিত করে তা বাস্তবায়নের পদক্ষেপ নিই। এই আলোকে ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাশ্রমে খুদালীছড়া খনন কাজের উদ্বোধন করা হয়। প্রথমদিকে অনেকেই আমাকে এ কাজটি বাস্তবায়ন করা দূরুহ হবে বলেছেন। কিন্তু আমি পিছ পা হইনি। কুদালীছড়া খনন কাজ করতে গিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ পৌরবাসীর অনেক সহযোগীতা পেয়েছি। বাসা বাড়ির দেয়াল ভাঙা, গাছবৃক্ষ কেটে সংস্কার কাজ করতে হয়েছে। এতে অনেক বাধা ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসাইন খান, কাউন্সিলর ফয়সল আহমদ, নাহিদ হোসেন, আসাদ হোসেন মক্কু, আনিসুজ্জামান বায়েসসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন