(ভিডিওসহ) জেলা পুলিশের উদ্যোগে ইভটিজিং বিরোধী র্যালী ও সমাবেশ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ইভটিজিং বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“সবাই হলে সচেতন, ইভটিজিং রুখতে কতক্ষন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল রেলী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারী স্কুল প্রাঙ্গনে এসে এক সভায় মিলিত হয়। রেলীতে ছিলেন সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পৌর মেয়র ফজলুর রহমান, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মিছবাউর রহমান সহ অনেকে।
পরে সরকারী স্কুলে সভায় বক্তব্যে সবাই বলেন ইভটিজিং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মত কাজ করতে হবে। শেষে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার ফারুক আহমদ। এসময় জেলায় কর্মরত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের ইভিটিজিং প্রিভেসশন স্কোয়াডসহ পুলিশের একটি সুসজ্জিত বিশেষ বাহিনী অংশ গ্রহন করে।
মন্তব্য করুন