ভিডিওসহ) প্রবীণ সাংবাদিক এডভোকেট গজনফর আলী চৌধুরী আর নেই : বিভিন্ন মহলের শোক প্রকাশ
আশরাফ আলী॥ মৌলভীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার মহকুমা কমিটির সাবেক সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য বিশিষ্ট রাজনীতিবীদ, মৌলভীবাজার কলেজের সাবেক ভিপি ও জুলিয়া শপিং সিটির স্বত্ত্বাধীকারী, এডভোকেট গজনফর আলী চৌধুরীর (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন)।
শুক্রবার বেলা ২ টায় মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মরদেহ শনিবার ২১ এপ্রিল সকাল সাড়ে ৮টায় জুলিয়া শপিং সিটি, ৯ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবে ও সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে কিছুক্ষনের জন্য নিয়ে রাখা হয়। এ সময় প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গার্ড অব অনার প্রদান করা হয়।
সকাল ১১ টায় মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা টাউন ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত। জানাযা শেষে মরহুমের মরদেহ সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজারে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, বিএনপির সাবেক এমপি বেগম খালেদা রাব্বানী, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাধারণ সম্পাদক ছালেহ এলাহী কুটি, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম মুহিব, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েসশনের সভাপতি রাধাপদ দেব সজল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ বলু, জেলা আইনজীবি সমিতির সভাপতি রমা কান্ত, সাধারণ সম্পপাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, জেলা ছাত্রদলের আহবায়ক ও সিলেট কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্বল সহ জুলিয়া শপিং সিটির ব্যবসায়ীবৃন্ধ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন