(ভিডিওসহ) প্রেমনগর চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফ্যক্টরিতে তালা
আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজরে প্রেমনগর চা বাগানে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একঘন্টা ফ্যক্টরি তালাবদ্ধ করে বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে শ্রমিকের বিরুদ্ধে।
শুক্রবার ৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান এলাকায় এঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, প্রেমনগর চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন লিটন বাগান শ্রমিকদের গালিগালাজ করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে ঐ চা বাগানের শ্রমিক মিলে প্রতিবাদ করতে গিয়ে সকাল ১০টার দিকে চলন্ত ফ্যাক্টরি তালাবদ্ধ করে রাখেন। ফ্যক্টরি তালাবদ্ধ থাকার কারনে প্রায় দেরঘন্টা সময় ঐ ফ্যক্টরিতে চা উৎপাদন বন্ধ থাকে। এসময় বাগানের অফিসে বসে কাজ করেছিলেন ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন লিটন।
এব্যাপরে প্রেমনগর চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন লিটন বলেন, শ্রমিকদের গালিগালাজ করার কোন প্রশ্নই উঠেনা। তিনি আরো বলেন, বাগানের জায়গা সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে স্থানীয় একটি পক্ষের ইন্ধনে কয়েকজন শ্রমিককে লেলিয়ে দিয়ে বাগানের পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা হচ্ছে।
একটি সূত্রে জানা গেছে, শ্রমিকদের ম্যানেজার গালা-গালি করায় শ্রমিকরা ফ্যক্টরি তালাবদ্ধ করে রাখে এবং অফিস থেকে বের করে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, কয়েকজন শ্রমিকের সাথে বাগান ম্যানেজারের কথা কাটাকাটি হয়। কারো ইন্ধনে হয়তো শ্রমিকরা এমনটি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন