(ভিডিওসহ) বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজারে আতশবাজি উৎসব

December 15, 2021,

স্টাফ রিপোর্টার॥ আতশবাজির রং বেরং রঙ্গে ছেয়ে গেছে রাতের কালো আকাশ। একরপর এক আতশবাজি কালো আকাশের দিকে উঠে আলোকিত করে পূরো আকাশ। স্বাধীনতার পঞ্চাশ বছরে জেলা পরিষদ আয়োজন করলো আতশবাজি উৎসব।
বুধবার ১৫ ডিসেম্বর রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আকাশে ফানুস উড়িয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উৎসবে যোগ দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ আরও অনেকে।
মাঠ ভর্তি দর্শনার্থীর উচ্চস্বরে মুখরিত হয়ে ওঠে চারদিক। রেড ক্রিসেন্ট এর সদস্যরা তখন আতশবাজিতে মেতে ওঠে। সাথে সাথে মেতে ওঠে আগত নারী শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ।
আতশবাজির শব্দে চারদিক মূখর হয়ে ওঠে। আকাশে ওড়তে ওড়তে বাজিগুলো মেলে দেয় পাখা। বর্নিল আলোতে বিজয়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে আকাশে। এর আগে অসংখ্য ফানুস কালো আকাশে তারার মতো উড়তে থাকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com