(ভিডিওসহ) বিপ্লবী লীলা নাগের ১১৯তম জন্ম দিনে মৌলভীবাজারে দাবী সমাবেশ
স্টাফ রিপোর্টার॥ উপমহাদেশের নারী জাগরণের পথিকৃত বিপ্লবী লীলা নাগের ১১৯তম জন্ম দিনে মৌলভীবাজারে দাবী সমাবেশ করেছে প্রগতি লেখক সংঘ ও লীলা নাগ স্মৃতি পরিষদ।
বুধবার ২ অক্টোবর দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী বিপ্লবী লীলা নাগের জন্মদিনে দাবী সমাবেশ অনুষ্ঠিত হয়। লীলা নাগ স্মৃতি পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ দেবের সভাপতিত্বে এবং প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক আহমদ আফরোজের সঞ্চালনায় দাবী সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করে বক্তব্য দেন।
এ সময় বক্তারা মৌলভীবাজার রাজনগর উপজেলায় পাঁচগাঁও গ্রামে যুদ্ধপরাধীর পরিবারের দখল থেকে বিপ্লবী লীলা নাগের পৈত্রিক বাড়ী উদ্ধার করে সংরক্ষন ও স্মৃতি রক্ষার আহবান জানান। পরে লীলা নাগের বাড়ী উদ্ধার ও সংরক্ষনের জন্য জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেন প্রগতি লেখক সংঘ ও লীলা নাগ স্মৃতি পরিষদের প্রতিনিধিরা।
মন্তব্য করুন