(ভিডিওসহ) বড়লেখায় পরিবহন শ্রমিকদের নৈরাজ্যে নবজাতক শিশুর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
আশরাফ আলী॥ বড়লেখায় পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলাকালে শ্রমিকদের নৈরাজ্যে নবজাতক শিশুর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন পালন করেছে ইয়ুথ সোস্যাল অরগানাইজেশন।
বুধবার ৩১ অক্টোবর সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানব বন্ধন শেষে ইয়ুথ সোস্যাল অরগানাইজেশনের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন
ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশন সভাপতি ওয়াসিম আহমেদ নিশান, বিআইএস এর সভাপতি এম. মুহিবুর রহমান মুহিব, সনাফ সেক্রেটারি শরীফ খালেদ সাইফুল্লাহ, শাহ মোস্তফা রক্ত সেবা ফাউন্ডেশনের সভাপতি সাইফুর রহমান চৌধুরী, ইয়ুথ এর এক্সিকিউটিভ মেম্বার জাবেদুর রহমান সৌরভ, ডাঃ অংকন, এস.এম. বশির, ইশতিয়াক আহমেদ চৌধুরী, নিহত নবজাতকের চাচা হাজী আকবর আলী। বক্তারা পরিবহন পরিবহন শ্রমিক নেতাদের হুকুমের আসামী করে মামলা ও গ্রেপ্তারের দাবী করেন।
উলেখ্য ২৮ অক্টোবর বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের আজমির এলাকার দোবাই প্রবাসী কুটন মিয়ার ৭দিন বয়সের শিশু কন্যা অসুস্থ হলে সকাল সাড়ে ৯টায় তাকে নিয়ে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিশুর মা সায়রা বেগম। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে যাত্রা করলে পথি মধ্যে দুইবার চাঁনগ্রাম ও বিয়ানিবাজারে প্রায় ২ঘন্টা এ্যাম্বুলেন্স আটকে রাখলে শিশুটি এ্যাম্বুলেন্সের ভেতর মারা যায়।
মন্তব্য করুন