(ভিডিওসহ) মৌলভীবাজার পৌরসভা মন্ত্রীসহ তিন সংসদ সদস্যকে সংবর্ধনা দিল
স্টাফ রিপোর্টার॥ পরিবেশ ও বন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন বঙ্গবন্দুর জন্ম না হলে হাজার বছরেও বাংলাদেশের স্বাধীনতা ও লাল সবুজ পতাকা পেতামনা। রোহিঙ্গাদের নিজ দেশ মায়নমার তাদের বিতারিত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় পৃথিবীর মানুষ তাকে মানবতার মা বলেছে। মৌলভীবাজার পৌরসভা আয়োজিত ৯ মার্চ শনিবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরের উল্লিখিত কথা বলেন।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, নেছার আহমদ ও সৈয়দা জোহরা আলাউদ্দিনকে।
মন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে আরো বলেন তার মামলে বাংলাভাই, শায়েখ আব্দুর রহমানের আবির্ভাব হয়েছিল। দিনে দূপুরে শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল। ওই হামলায় শেষ হাসিনা বেঁচে গেলেও আওয়ামীলীগের ২২জন নেতা কর্মী মারা যান।
তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় পাহাড়কাটা ও গাছ কাটা বন্ধের আহবায়ন করেন। এ ছাড়াও পরিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটার জন্য নতুন করে আইন তৈরী করা হয়েছে। এ আইনে ২০ লাখ টাকা জরিমানা ও জেলের বিধান রাখা হয়েছে। মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার উন্নয়নে সহযোগীতার আশ^াস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মো. কামরান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, ওলিলা গ্লাস এর এমডি জিল্লুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজমল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন আহমদ চৌধুরী, পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, পৌরসভা কর্মকর্তার মধ্যে নির্বাহি প্রকৌশলী আবুল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পৌরসভার মেয়রবৃন্দ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ পৌরসভার কাউন্সিলর, পৌর কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার নাগরিকবৃন্দ।
আলোচনা সভা শেষে মন্ত্রী ও ৩ এমপিকে সম্মাননা ক্রেষ্ট ও সোনার চাবি তোলে দেন পৌর মেয়র। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের মধ্যে সেরা করদাতার পুরস্কার দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন