(ভিডিওসহ) মৌলভীবাজারে ঝড়ের সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু : আহত ২
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বজ্রপাতে পূথক স্থানে এক কৃষক ও মৎস্যজীবির মৃত্যু হয়েছে। নিহতরা হলো মৌলভীবাজার সদর উপজেলার আবু সামাদ এবং শ্রীমঙ্গল উপজেলার মফিজ মিয়া। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
৭ মে সোমবার দূপুরে সদর উপজেলার খলিলপুরে বাড়ীর পাশে ধান কাটতে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু সামাদ (১৭) মারাযান। আবু সামাদ একই এলাকার ফয়েজ উদ্দিনের পুত্র। খলিলপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আবু বক্কর জানান, পরিবারের সদস্যদের সাথে নিজ জমিতে আবু সামাদ ধান কাটতে গেলে এ দূর্ঘটনা ঘটে।
অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকায় নৌকা নিয়ে মাছ ধরতে মফিজ মিয়া (৩০) নামের এক মৎস্যজীবি বের হলে বৃষ্টি ও ঝড় আসে। এসময় বজ্রপাত হলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। নিহত মফিজ মিয়া উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা গ্রামের ইসলাম মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হন তার ভাই রসিক মিয়া (৩৬) ও নজির মিয়া (৬০) নামে আরও এক কৃষক।
শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রজমান মজুল জানান, বজ্রপাতের পর উদ্ধার করে ৩ জনকে হাসপাতলে নিয়ে গেলে মফিজ মিয়াকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মৌলভীবাজার সদর হাসপাতলের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ পলাশ রায় জানান, হাসপাতালে নিয়ে আসার আগে দুজনের মৃত্যু হয়। পরে তাদের স্বজনরা লাশ নিয়ে যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
মন্তব্য করুন