(ভিডিওসহ) মৌলভীবাজারে নতুন বছরে শুরুতে উৎসব মূখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক স্থরের বই বিতরণ

January 1, 2019,

স্টাফ রিপোর্টার॥ বিপুল উৎসাহ উদ্দীপনার ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে নতুন বছরের শুরুতে মৌলভীবাজারে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।  মঙ্গলবার পহেলা জানুয়ারি দূপুর সাড়ে ১২ টায় শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্থরের বিনামূল্যের বই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। এ আগে শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন নেছার আহমদ।

অপরদিকে সকাল ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্থরের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল ওয়াদুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়জিদ খান সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, জেলায় চার লাখ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক মিলে ৩৪ লাখ ২২ হাজার বই পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com