(ভিডিওসহ) মৌলভীবাজারে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎসব ১৪২৫ পালিত

April 14, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখের ভোর থেকে বাংলা নববর্ষ উৎসব শুরু হয়েছে। সকাল ৮ ঘটিকায় সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আবাহণ সংঙ্গিতের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।

পরে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে¡ শহীদ মিনার প্রাঙ্গন থেকে বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। নতুন জামাকাপড় পড়ে বর্ণিল সাজে সজ্জ্বিত হয়ে ব্যনার ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো নারীপুরুষ-শিশুকিশোর।

শেষে বর্ষবরণ মঞ্চে পহেলা শুভেচ্ছা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজবাউর রহমান, সিআইপি এম এ রহিম প্রমুখ।

নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে জেলা প্রশাসন, পৌরসভা, উদিচি শিল্পী গোষ্টী সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান পালন করছে।

অপর দিকে বাংলার উৎসব উদযাপন পরিষদ মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আয়োজন করে বর্ষবিদায়ের। বর্ষবিদায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মরমী লোকগানের শিল্পী ও পুঁথিপাঠক ইউসুফ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলার উৎসব উদযাপন পরিষদ মৌলভীবাজারের আহবায়ক আব্দুল হাফিজ চৌধুরী ইমু। সাংস্কৃতিককর্মী হেলাল আহমদের সঞ্চালনায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন লোকগবেষক মাহফুজুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাবেক ছাত্রনেতা আফজল খান, সাংস্কৃতিক সংগঠক শিলা তালুকদার, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এর পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com