(ভিডিওসহ) মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
জনি বেগম/ পলি রানী দেবনাথ॥ ‘নিরাপদ মানসম্মত পণ্য’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে, দেশের অন্যান্য স্থানের মতো মৌলভীবাজারেও বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার ১৫ মার্চ সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে পুুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালীটির নেতৃত্বে ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রোকন উদ্দিন। এতে সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ নেছার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন। জেলা শিশু বিষযক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক,মৌলভীবাজার সিভিল সার্জন ডা: মো: শাহজাহান কবীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহেদ, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
মন্তব্য করুন