(ভিডিওসহ) মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত
পলি রানী দেবনাথ॥ ভবিষ্যৎ এর উন্নয়নে,কাজের সুযোগ পর্যটনে” এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় থেকে র্যালী বের হয়। র্যালি আকর্ষনীয় করতে জেলার দর্শনীয় স্থান লাউয়াছড়া, বাইক্কাবিল, জলের গ্রাম অন্তেহরি, মাধবকুন্ড, হামহাম জলপ্রপাতের ছবি সম্বলিত ফেসটুন রাখা হয়। একে একে অংশ নেয় জেলা প্রশাসন, ট্যুরিষ্ট পুলিশ, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।পরে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজমল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থতি ছলিনে জলোর বভিন্নি বদ্যিালয়রে শক্ষিক, শক্ষর্িাথী প্রন্টি ও ইলকেট্রনকি মডিয়িার সাংবাদকিবৃন্দ।
মন্তব্য করুন