(ভিডিওসহ) মৌলভীবাজারে শিক্ষক দিবস পালিত

October 27, 2022,

স্টাফ রিপোর্টার॥ ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই শ্লোগানে মৌলভীবাজারের শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭ অক্টোবর দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা শিক্ষা প্রশাসন ও জেলা উদযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার শিক্ষা প্রশাসন আয়োজিত উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি স্কুল এন্ড কলেজ এবং কলেজ শিক্ষকদের সমাবেশে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত।

জেলা উদযাপন কমিটির আহবায়ক মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাসীস দেবনাতের সভাপতিত্বে এবংজেলা উদযাপন কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা মো: ফজলুর রহমানের পরিচালনায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথি মৌলভীবাজার-আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সমাবেশে প্রধান বক্ততা ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলী বাপ্পি।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জাহিদ, আকতার, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ক,ম ফারুক আহমদ,আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো: ময়নূল হক প্রমুখ।

সরকারিভাবে শিক্ষক দিবস ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তরা বলেন, শিক্ষক দিবসের মাধ্যমে আগামীতে শিক্ষকদের জীবন-মান উন্নয়নের অধিকার অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির, মাধ্যমিক শিক্ষক সমিতি,কলেজ শিক্ষক সমিতি বিভিন্ন কলেজ,মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শিক্ষকদের সমাবেশে সমাবেশের আগে একটি মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গন থেকে মৌলভীবাজার জেলা শিক্ষা প্রশাসন ও জেলা উদযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মৌলভীবাজার সরকারি অডিটরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com