(ভিডিওসহ) মৌলভীবাজারে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ

December 10, 2018,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য ইসলামী দল সহ জেলার চারটি আসনে মোট ১৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্ধের কাজ শেষ হয়েছে। রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে দলীয় প্রতীক বরাদ্ধ কাজ সকাল থেকে শুরু হয়ে শেষ হয় দূপুরে। একাদশ জাতীয় সংসদ নির্বাচেনে মোট ২৮ জন প্রাথী মনোনয়ন দাখিল করেন। ৪ জনের মনোনয়ন বাতিল ও ৫ জন জনের প্রার্থীতা প্রত্যাহার শেষে ভোট যুদ্ধে রয়েছেন ১৯ প্রার্থী।
মৌলভীবাজারে ৪টি আসনে যারা প্রতীক নিয়েছেন তারা হলেন :-
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) : বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন (নৌকা), বিএনপি থেকে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু (ধানের শীষ), ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে আহমদ রিয়াজ (মোমবতি), বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন (হাতপাখা)।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) : বিএনপির নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ (ধানের শীষ), আওয়ামীলীগের নেতৃত্বাধিন মহাজোট (বিকল্প ধারা) থেকে এম এম শাহীন (নৌকা), বাংলাদেশ ইসলামি ঐক্যজোট থেকে হাফিজ মতিউর রহমান (মিনার), বাংলাদেশ ইসলামি আন্দোলন মৌলানা আসলাম হোসাইন (হাতপাখা), বাংলাদেশ ওয়াকার্স পার্টি বামফন্ট প্রশান্ত দেব সানা (কুদাল), জাতীয় পার্টি (এরশাদ) অ্যাডভোটে মাহবুবুল আলম শামীম (লাঙ্গল)।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) : জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান (ধানের শীষ), জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ (নৌকা), বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী (রিক্সা), বাসদ থেকে অ্যাডভোকেট মোঃ মগনু মিয়া (মই), ইসলামী আন্দোল বাংলাদেশ মোঃ আসলম (হাতপাখা)।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : আওয়ামীলীগ থেকে সাবেক চীপ হুইপ ও বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ (নৌকা), বিএনপি থেকে মুজিবুর রহমান মুজিব (ধানের শীষ), গনফোরাম থেকে অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ (সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন (হাতপাখা)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com