(ভিডিওসহ) মৌলভীবাজারে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
স্টাফ রিপোর্টার॥ “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা’ ২০১৮ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ২ অক্টোবর সকাল ১১ টায় এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংএ জানানো হয় ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে মৌলভীবাজারের উন্নয়ন মেলার উদ্বোধন করবেন। এর আগে সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালী বের হবে। প্রতিদিন আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী এ উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি ও জেলার উদ্যোক্তা সহ ১১২ টি ষ্টল স্থান পাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, মৌলভীনাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়েদ আলী শাহিন, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, বকসী মিছবাউর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, মু. ইমাদ উদ দীন প্রমুখ। এছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টলগুলোতে সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন, ডকুমেন্টারী দেখানো হবে এবং তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে। বঙ্গবন্ধু কর্ণার ও প্রধানমন্ত্রীর অর্জন নিয়ে আলাদা আয়োজন রয়েছে। এছাড়াও প্রতিদিন বিকেলে থাকছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূর্বের ভিপিও
মন্তব্য করুন