(ভিডিওসহ) মৌলভীবাজার এইড ইউকের পক্ষ থেকে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ইউকে প্রবাসীদের নিয়ে গঠিত মৌলভীবাজার এইড ইউকের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দারিদ্র,মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে জেলার ৩শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার ২৭ এপ্রিল মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার এইড ইউকের আয়োজনে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রিড়া ব্যক্তিত্ব মৌলভীবাজার এইড ইউকের বাংলাদেশ প্রতিনিধি মাহবুব ইজদানী ইমরান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন জাতীয় সংসদের মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান ও ইম্পেরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ, মৌলভীবাজার এইড ইউকের বাংলাদেশ প্রতিনিধি এডভোকেট বকশি জোবায়ের আহমদ। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার এইড ইউকের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ মাহমুদ কোহেল,আবুল কালাম বেলাল,জালাল আহমদ,আব্দুল মুহিতসহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দসহ মৌলভীবাজার এইড ইউকের বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ অস্বচ্ছল মধ্যবিত্ত ও নিন্মআয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য মৌলভীবাজার এইড ইউকে প্রতিষ্টা পর থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে আসছে এবং জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে আর্থিক অনুদান করে আসছে।
মন্তব্য করুন