(ভিডিওসহ) মৌলভীবাজার জেলার ৪টি আসনে ২৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
এস এম উমেদ আলী॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজার জেলার ৪টি আসনে মনোনয়ন দাখিল করেন আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী।
২৮ নভেম্বর ৪টি আসনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের কার্যালয়ে এবং উপজেলায় অবস্থিত সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন দলীয় ২৪ জন প্রার্থী ও সতন্ত্র ৩ জন সহ ২৭ জন প্রার্থী।
মৌলভীবাজার–১ (বড়লেখা ও জুড়ী) : এ আসনে দলীয় ৫ প্রার্থী ও ১ জন সতন্ত্র সহ মোট ৬ জন মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামীলীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে আহমদ রিয়াজ, এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন, জামাত নেতা (সতন্ত্র) মাওলানা আমিনুল ইসলাম।
মৌলভীবাজার–২ (কুলাউড়া) : এ আসনে দলীয় ৬ প্রার্থী ও ১ জন সতন্ত্র সহ মোট ৭ জন মনোনয়ন পত্র জমা দেন। বিএনপির নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সহকারী রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন ডাকসুর সাবেক ভিপি এবং সাবেক এমপি সুলতান মোঃ মনসুর আহমদ। আওয়ামীলীগের নেতৃত্বাধিন মহাজোট থেকে এম এম শাহীন ও অ্যাডভোটে মাহবুবুল আলম শামীম মনোনয়ন জমা দেন।
জাতীয় পার্টি (মঞ্জু) থেকে মুহিবুল কাদের চৌধুরী, বাংলাদেশ ইসলামি আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট থেকে মৌলানা আসলাম হোসাইন, বাংলাদেশ ওয়াকারার্স পার্টি বামফন্ট থেকে প্রশান্ত দেব সানা, বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র থেকে আব্দুল মতিন।
মৌলভীবাজার–৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) : এ আসনে দলীয় ৭ প্রার্থী ও ১ জন সতন্ত্র সহ মোট ৯ জন মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামীলীগ থেকে রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান পুত্র জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি এম নাসের রহমান। এ আসনে এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসেরও মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমার সময় আওয়ামীলীগ প্রার্থী নেছার আহমদের সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যন অজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, কামাল হোসেন, নাহিদ আহমদ, সৈয়দ রেজাউল করিম সুমন প্রমুখ।
অপর দিকে মনোনয়ন জমার সময় বিএনপি প্রার্থী নাসের রহমানের সাথে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল করিম ময়ুন, বিএনপি নেতা মোয়জ্জেম হোসেন মাতুক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যন মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবা উর রহমান, অনোয়ার আখতার চৌধুরী শিউলি, আশিক মোশারফ, ফয়ছল আহমদ, এম ইদ্রিস আলী সহ অন্যান্যরা।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী, খেলাফত মজলিস থেকে মাওলানা আহমেদ বিলাল, বাসদ থেকে অ্যাডভোকেট মোঃ মগনু মিয়া, বিএনএফ থেকে আশা বিশ্বাস, ইসলামী আন্দোল বাংলাদেশ থেকে মোঃ আসলম, সতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মছব্বির মনোনয়ন জমা দেন।
মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) : এ আসনে দলীয় ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামীলীগ থেকে সহকারী রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন উপাধক্ষ্য মোঃ আব্দুস শহীদ, বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন হাজী মুজিবুর রহমান মুজিব ও তার পুত্র আশিক মুঈদ চৌধুরী।
পৃথক ভাবে আসন থেকে বিএনপির নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন জমা দেন গণফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন।
মন্তব্য করুন