(ভিডিওসহ) মৌলভীবাজার জেলা সদরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে ওরিয়েন্টেশন

May 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।

২৬ মে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের হল রুমে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: রবিউস সানী এর সঞ্চালনায় রির্সোস পার্সন ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান। ওরিয়েন্টেশন সভায় জানানো হয় মৌলভীবাজার জেলায় ৫-৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পইনে জেলায় মোট ২ লাখ ৫০ হাজার ২শ ২৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে রয়েছে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৯৯৭ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাসের ২ লাখ ২৩ হাজার ২২৯ জন শিশু।

জেলার ৭ উপজেলার ৬৭ ইউনিয়ন ও পৌরসভায় এ কর্মসূচী পালিত হবে। ১৬৮৭ টি কেন্দ্রে ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করবেন ৩০৮ জন সুপারভাইজার, স্বেচ্ছাসেবক ৩৩৯৪ জন ও ৮২৮ জন কর্মী। সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে নানা তথ্য ও ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। ওরিয়েন্টেশন সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com