(ভিডিওসহ) পরিচ্ছন্ন শহর গড়তে জেলা প্রশাসন ও পৌরসভার বর্ণাঢ্য র্যালী
স্টাফ রিপোর্টার॥ “পরিচ্ছন্ন শহর আমাদের অঙ্গিকার” এই স্লোগান নিয়ে মৌলভীবাজার শহরকে পরিচ্ছন্ন গড়তে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাথীর্, অভিভাবক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন। শহরের যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করার লক্ষে ও পরিচ্ছন্ন শহর গড়তে সচেতনাতামূলক র্যালী বের হয়।
১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবনের প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারী কলেজ অধ্যক্ষ ড: মো ফজলুল আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মিন্টু, জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তরুজ্জামান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, বিজনেস ফোরামের আহবায়ক নুরুল ইসলাম কামরান, সোহাগ আহমদ, সদস্য সচিব শাহাদাত হোসেন,সুমন আহমদ,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি নাট্যকার খালেদ চৌধরী,সাধারণ সম্পাদক আলীম উদ্দিন হালিম, জেলা শ্রমিকলীগের আহবায়ক আসাদ হোসেন মক্কু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি,সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানভির চৌধূরী রবিন প্রমুখ।
দৃষ্টিন্দন প্লেকার্ড ও ব্যানার নিয়ে র্যালীতে অংশ দুর্জয় ক্লাব, এমবি মিডিয়া, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন, ইয়ুথ বয়েজ অব মৌলভীবাজার, শেখ বোরহান উদ্দিন (রঃ) সোসাইটি, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ, বিজনেস ফোরাম, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, মৌলভীবাজার পৌরসভা, জেলা প্রশাসন, মৌলভীবাজার সরকারী কলেজ, মহিলা কলেজ, হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়, কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ, শাহ মোস্তফা কলেজ, আলী আমজদ উচ্চ বিদ্যালয়, ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল, টাউন কামিল মাদ্রাসাসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শোভাযাত্রাটি শহরের চৌমোহনা চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। ওখানে শহরের সৌন্দর্য রক্ষায় করনীয় ও বর্জনীয় বিষয় নিয়ে সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ও পৌর মেয়র ফজলুর রহমান।
মেয়র জানান পরবর্তীতে কোদালীছড়ার সৌন্দর্য রক্ষা ও শহরের প্রত্যেকটি ওয়ার্ডে শহর পরিচ্ছন্ন রাখতে পৌর নাগরিকদের নিয়ে সচেতনাতামূলক র্যালী করা হবে। র্যালীতে অংশগ্রহণকারী স্কুল কলেজের শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কুদালীছড়ার সৌন্দর্য রক্ষা, শহরের নির্দিষ্টস্থানে ময়লা রাখা, পৌরসভা প্রদত্ত বিন ব্যবহার করা ইত্যাদি দৃষ্টি নন্দন লেখা সম্বলিত ব্যানার, ফেষ্টুন ছিল চোখে পড়ার মত।
মন্তব্য করুন