(ভিডিওসহ) মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থী সুলতান ও শাহীন দাবী করছেন বিজয় নিশ্চিত
স্টাফ রিপোর্টার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা। পাশপাশি তাদের ভক্তরা নানা সুরে ভোটারদের মনজয় করতে গান গেয়ে প্রচারণা চালানো হচ্ছে।
প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়, গণসংযোগ করে ভোটারদের দিচ্ছেন নানা নীতি নির্ধারণী উন্নয়নের আশ্বাস। একই ভাবে ভোটাররা হিসেব নিকেশ করছেন বিগত দিনের কার্যক্রম।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ধানের শীষ প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং নির্বাচন নিয়ে তার এক প্রতিক্রিয়া বলেন দেশের মানুষ পরিবর্তন চায়, জনগন তাদের মালিকানা ফিরে পেতে ভোটের মাধ্যমে এ আন্দোলনে কুলাউড়ার সর্বস্থরের মানুষ নেমেছে। তিনি আরো বলে ৭১ সালে মুক্তিযোদ্ধের মধ্যদিয়ে এ দেশের জনগন যে ভাবে পাকিস্থানী বাহিনীকে বিতারিত করেছিল, ঠিক একই ভাবে কুলাউড়ার মানুষ ঐক্যবদ্ধ ভাবে ভোটের মাধ্যমে কুলাউড়া থেকে বিতারিত করবে।
এ আসনের নৌকা প্রার্থী এম এম শাহীন বরমচাল ইউনিয়নের আলীনগর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশনের অধিনে এ নির্বাচন সকল দলের অংশ গ্রহনে কুলাউড়ায় উৎসব বইছে। ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি তার নির্বাচনী এলাকায় গনসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় করছেন। ৩৬০ আউলিয়ার এ পবিত্র মাটির মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যাবধানে তাকে বিজয়ী করবে বলে দাবী করেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন কমিশন একটি গ্রহন যোগ্য নির্বাচন উপহার দেবে বলেও তিনি বিশ^াস করেন।
মৌলভীবাজার ২ আসনে এম এম শাহীন এর আগে ধানের শীষনিয়ে নির্বাচন করেছেন এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। কিন্তু ২০১৮ সালের নির্বাচনে এ দুজনের প্রতীক বদল হয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীক পেলেন বিএনপি নেতা এম এম শাহীন। অপর দিকে ধানের শীষ পেলেন আওয়ামীলীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তবে প্রতীক না বাক্তি ফ্যাক্টর তা বুঝা যাবে আগামী ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের মধ্যদিয়ে।
মন্তব্য করুন