(ভিডিওসহ) রাজনগর থেকে ৪ হাজার ১শ ২২ পিছ ইয়াবাসহ একজন আটক
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলায় ৪ হাজার ১শত ২২ পিচ ইয়াবাসহ আব্দুল আলী জিদ্দা (৪২) নামের একব্যক্তি কে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকৃত আব্দুল আলী জিদ্দা রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের আশ্বর মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম (পিপিএম) বার এর নেতৃত্বে ও রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম,ডিবি ওসি বিনয় চক্রবর্তী, এসআই দীপক দাস ও অন্যান্য ফোর্সসহ পুলিশের বিশেষ অভিযানে ঘরগাঁও গ্রামের আব্দুল আলীর বাড়ি থেকে ৪হাজার ১শহ ২২ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
৩ অক্টোবর দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন এ জেলায় যোগদানের পর থেকে মাদক মুক্ত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী মাদক নির্মূলে আমরা জিরো ট্রলারেন্স নীতিতেই কাজ করছি। জেলায় এপর্যন্ত যতটি অভিযান হয়েছে এর মধ্যেই এটি সবচেয়ে বড় চালান ছিলো। আমরা এর নেপথ্যে আর কারা জড়িত সে বিষয়ে খোঁজ নিচ্ছি। তদন্ত চলছে। মামলার প্রস্তুতিও চলছে। গ্রেফতার কৃত ওই ব্যক্তির নামে থানায় কোন মামলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) সারোয়ার আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) তানজিলা সিদ্দীকা, ডিআই-১ মোঃ আবু তাহের, রাজনগর থানার ওসি মোঃ আবুল হাসিম, ডিআই-১ মোঃ ডিবি ওসি বিনয় চক্রবর্তী প্রমুখ।
মন্তব্য করুন