(ভিডিওসহ) শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত টাকা আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা

May 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের দ্বৈত ভর্তি বাতিলের নামে শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাবে জরিমানার ১০ হাজার সিদ্ধান্তের বিরুদ্ধে ও পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও এল.এল.বি এক সাথে অধ্যায়ন পুনবহাল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার ২৬ মে দূপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের আয়োজনে, মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার্থী ও সমন্নয়ক জাকের আহমদ (অপু), শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান সুমন, শ্রীমঙ্গল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী দিপীকা সিনহা প্রমুখ।
তাদের এ যৌক্তিক দাবী না মানলে কঠোর আন্দোলনে যাবেন বরে হুসিয়ারী করেন। পরে শিক্ষার্থীরা প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com