(ভিডিওসহ) শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত টাকা আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের দ্বৈত ভর্তি বাতিলের নামে শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাবে জরিমানার ১০ হাজার সিদ্ধান্তের বিরুদ্ধে ও পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও এল.এল.বি এক সাথে অধ্যায়ন পুনবহাল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার ২৬ মে দূপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের আয়োজনে, মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার্থী ও সমন্নয়ক জাকের আহমদ (অপু), শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান সুমন, শ্রীমঙ্গল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী দিপীকা সিনহা প্রমুখ।
তাদের এ যৌক্তিক দাবী না মানলে কঠোর আন্দোলনে যাবেন বরে হুসিয়ারী করেন। পরে শিক্ষার্থীরা প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করে।
মন্তব্য করুন