(ভিডিওসহ) শ্রীমঙ্গলে অবৈধ চোলাই মদের কারখানা থেকে সাড়ে ৭শ লিটার মদ ও ১০ কেজি গাঁজাসহ একজন আটক

September 30, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পৃথক দুটি অভিযানে পুলিশ অবৈধভাবে গড়ে উঠা চোলাই মদের কারখানা থেকে সাড়ে সাতশ লিটার মদ ও মদ তৈরীর কাঁচামাল, সরঞ্জামাদি এবং দশ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরতলীর কালিঘাট চা-বাগানে অভিযান চালান। এ সময় বাগানের ৯ নং লাইনে লালন চাষা, সন্তোষ তাঁতী ও রঞ্জিত ভৌমিজ এর বাড়িতে অবৈধ ভাবে গড়ে উঠা চুলাই মদের কারখানায় অভিযান চালিয়ে সেখানে থেকে চোলাই মদ ও মদ তৈরীর সাড়ে সাতশ লিটার কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্বার করেন। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ চোলাই মদ তৈরীর কারখানার মালিকরা পালিয়ে যায়।

এদিকে বিকেলে ৪টার দিকে শ্রীমঙ্গল উকিলবাড়ি রোডে অভিযান চালিয়ে ১১কেজি গাঁজাসহ নিমাই বৈদ্য ৩০) নামের একজনকে আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। আটককৃত নিমাই বৈদ্য জেলার রাজনগর উপজেলার পাঠাজুড়ি গ্রামের রবীন্দ্র বৈদ্যের ছেলে। পৃথক টনায় শ্রীমঙ্গল থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com