(ভিডিওসহ) শ্রীমঙ্গল শুরু হয়েছে দেশের ২য় চা নিলাম কার্যক্রম
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে শুরু হয়েছে ২য় বারের মতো চা নিলাম কার্যক্রম। টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল খান টাওয়ারে আয়োজিত এ অকশনে ১২ লক্ষ ৮৮ হাজার ৬৫০ কেজি চা উত্তোলন করা হয়েছে। অকশন পরিচালনা করেছেন টি টের্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)
টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ এর সদস্য নুরুল ইসলাম চৌধুরী জানান, ২৫ জুন সোমবার সকাল ৮টা থেকে এ অকশনে দেশের বিভিন্ন প্রান্থের অর্ধশতাধিক ভায়ার ও ৭টি ব্রোকার হাউজ অংশ নিয়েছেন। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে চা ক্রয় বিক্রয় চলছে।
উল্লেখ্য মাসে ১৪ মে শ্রীমঙ্গল অকশন হাউজে প্রথম চা নিলাম কার্যক্রম শুরু হয় এবং সে অকশনে উত্তোলিত ৫লাখ ৫৭ হাজার কেজি চা এর সবগুলো-ই বিক্রি হয়ে যায়।
টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ নেতারা আশা প্রকাশ করেন আজকের উত্তোলিত সকল চা ও বিক্রি হয়ে যাবে।
মন্তব্য করুন