(ভিডিওসহ) সড়ক দুর্ঘটণা প্রতিরোধ ও প্রতিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুফের আয়োজনে সড়ক দুর্ঘটণা প্রতিরোধ ও প্রতিকার নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় শহরের একটি অভিজাত হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিশিষ্ট কমিউনিটি লিডার আলহাজ্জ মুহিব উদ্দিন আঙ্গুরের সভাপতিত্বে ও হোয়ার্টসআ্যপ গ্রুফের এডমিন চৌধুরী মোহাম্মদ মেরাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসীন।
উক্ত বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কলামিস্ট ও ব্যাংকার মোঃ আবু তাহের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মাহবুবুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, জেলা ট্রাফিক ইনচার্য সালাহ উদ্দিন কাজল, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, সিনিয়র আইনজীবী মাহবুবুল আলম শামীম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সেক্রেটারী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান সাহাব উদ্দিন আহমদ, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জিত কুমার দে।
যুক্তরাজ্য থেকে টেলিকনফার্রেন্সে বক্তব্য রাখেন মৌলভীবাজারের উন্নয়নে আমরা ওয়াল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুফের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী। বক্তারা বলেন,বর্তমানে সড়ক দুর্ঘটণা একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।নিরাপদ সড়কের জন্য জনগণের অংশগ্রহণ ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করে সম্মিলিত প্রয়াসে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমন্বয়কারী ও মৌলভীবাজারের উন্নয়নে আমরা গ্রুফ ক্যাম্পেইনার এম এ সামাদ, মোঃ তাকবীর হোসাইন, বিডিঅনটিবির চেয়ারম্যান এমদাদুল হক, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিইও ওমর ফারুক, সৈয়দ ইসতিয়াকুল জাকেরিন, আইনজীবী কামাল হোসেন চৌধুরী, সংগঠক ও মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, ট্রাফিক সার্জেন্ট আল আমিন, নিরাপদ সড়ক চাই এর সভাপতি জুলফিকার খিজির আহমদ চৌধুরী, আলিম উদ্দিন হালিম, ম্যাজিক মোহন, সোহেল আশরাফ, তফজ্জুর রহমান তুষার ও অন্যান্য।
প্রধান অতিথি এই রকম মহত উদ্যোগের জন্য প্রবাসী কমিউনিটি নেতা ও মৌলভীবাজারের উন্নয়নে আমরা গ্রুফের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, এডমিন চৌধুরী মোহাম্মদ মেরাজ ও উপদেষ্টা এবং মানবতাবাদী নজরুল ইসলাম সহ সবাইকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণীপেশার প্রায় দুই শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন