(ভিডিওসহ) ৪ দফা দাবীতে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবীতে বঙ্গবন্ধু মেডিকেল স্টুডেন্ট’স এ্যসোসিয়েশনের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৯ এপ্রিল রোববার সকাল ১১ ঘটিকার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭৬ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় অনুমোদিত, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত, বাংলাদেষ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত মেডিকেল এ্যসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর মাধ্যমে ‘ডিএমএফ’ ডিপে¬ামা চিকিৎসাকতা পেশা কোর্স টি প্রথম যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ৮টি সরকারি ও ২০৯টি বেসরকারি ম্যাটস প্রতিষ্টানে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এবং প্রায় ১২ হাজার ডিপে-ামা চিকিৎসক বিভিন্ন উপজেলা স্বাস্থ কমপে¬ক্স, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র সহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন।
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে অর্জিত কোর্স সমূহকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়না। ফলে আমরা উচ্চ শিক্ষা না পাওয়া সহ নানা ধরনের সমস্যার ভুক্তভোগী। যার ফলে এই অনুষদ থেকে সনদ গ্রহণকারী শিক্ষার্থীদের বহিঃবিশ্বে শিক্ষা অর্জন এবং কর্মসংস্থানের কোন সুযোগ নেই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডিপে¬ামা চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন এবং যুগোপযোগী করার জন্য বাংলাদেশ রাষ্ট্রিয় চিকিৎসা অনুষদকে বিলুপ্ত করে বাংলাদেশ এ্যালাইড হেলথ প্রফশনাল শিক্ষার্বো নামে একটি বোর্ড গঠন করে। কিন্তু উলে¬খিত বোর্ডের শিরোনামে “এলাইড হেলথ প্রফেশনাল শব্দ গুলো ম্যাটস শিক্ষার্থী ও ম্যাটস থেকে পাশকৃত ডিএমএফ সনদধারী ডিপ্লোমা চিকিৎসকদের পেশার জন্য সাংঘর্ষিক। এমতাবস্থায় আমরা স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক ২০০৯ সালের গ্রহীত সিদ্ধান্ত মোতাবেক মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে শিক্ষাবোর্ড গঠন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে কমিউনিটি ক্লিনিকে সরকারি ভাবে ১০ম গ্রেডে নিয়োগ ওবেসকারী ক্লিনিক/হাসপাতালে ম্যাটস থেকে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করতে হবে এবং আমাদের ইন্টার্ণ ভাতা প্রদান করতে হবে।
লিখিত বক্তব্যে তিনি আরোও বলেন, সকল ম্যাটস শিক্ষার্থীদের প্রাণের দাবী উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্ঠির লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক সৃষ্ট ডিএমএফ ডিপে¬ামা চিকিৎসকদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় “ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এর মতো স্বতন্ত্র মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। যাতে তারা উচ্চ শিক্ষিত হয়ে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতকে জনগণের দোড় গোঁড়ায় পৌছে দিতে পারেন।
এমন পরিস্থিতে তাদের প্রাণের ৪ দফা দাবীতে বিগত ১৮ই মে ২০১৭ইং সারা বাংলার ম্যাটস শিক্ষর্থীরা ঢাকামুখী লংমার্চ করে এবং প্রায় ৫ ঘন্টা ঢাকাস্থ শাহবাগ মোড় অবরোধ করে রাখলে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ম্যাটস শিক্ষার্থীদের দাবীগুলো যৌক্তিক আখ্যায়িত করে সংশি¬ষ্ট মন্ত্রনালয়ের সচিব, যুগ্ম সচিব ও উপ সচিবের সমন্বয়ে একটি প্রতিবেদন টিম গহঠন করে পরবর্তী ৩০দিনের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আশ্বাস প্রদানের দীর্ঘ ১১ মাস অতিবাহীত হলেও তা বাস্তবায়নের কোন তৎপড়তা সংশি¬ষ্টকর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা লক্ষকরছি না। তাই দীর্ঘদিন যাবত লক্ষাধিক ম্যাটস শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থা অনতিবিলম্বে আমাদের যৌক্তিক দাবী পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি।
সেই সাথে সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে জানাতে চাই, আগামী ৫ মে এর মধ্যে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ থেকে যদি গঠনমূলক কোন তৎপড়তা প্রকাশ না পায় তাহলে সারা দেশের লক্ষাধিক শিক্ষার্থী রাজপথ বেছে নিবে এবং আগামী ০৬ মে ২০১৮ ইং সারাদেশে একযোগে প্রতি জেলায় জেলায় ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করবে সেই সাথে পরবর্তীতে দাবী পুরন না হলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।
সংবাদ সম্মেলনে ম্যাটস মৌলভীবাজার এর বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন