(ভিডিও সহ)৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ উদ্বোধন

February 7, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যেগে ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ শুরু হয়েছে। ৭ ফেব্রুয়ারী বুধবার এ উপলক্ষে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব।
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান, সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্ত্তীসহ সরকারি কর্মমর্তা ও জনপ্রতিগন।
পরে অতিথিরা ষ্টল পরিদর্শন করেন। মেলায় ৫টি প্যাভিলিয়নে ৫৭টি ষ্টল স্থান পেয়েছে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত মেলা চলবে।
মেলায় মুক্তিযুদ্ধের গল্প শোনানো এবং বঙ্গবন্ধু সংক্রান্ত কুইজ প্রতিযোগীতা ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com