(ভিডিও সহ) আন্তজার্তিক নারী দিবস পালিত

March 8, 2018,

স্টাফ রিপোর্টার॥সময় এখন নারীর, উন্নয়নের তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবন ধারা ” এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলায় ৮ মার্চ বৃহস্পতিবার ২০১৮ইং আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক নারী সংগঠন,গালর্স গাইড,ইনার উইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এবং বাংলাদেশ মহিলা পরিষদসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী,কর্মশালা দুস্থ মহিলাদের নিয়ে আলোচনা সভা, বিতর্ক ,বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন ইত্যাদি। জেলা মহিলা বিষযক অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভােেগর উপ-পরিালক মোহাম্মদ রুকন উদ্দিন,পৌর মেয়র মো: ফজলুর রহমান,সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ,জেলা মহিলা সভন্ত্র্রেী সৈয়দা জহুরা আলাউদ্দিন,সৈয়দ নওশের আলী খোকন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আকতার প্রমুখ। প্রধান অতিথি পরে নারীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এ উপলক্ষ্যে দিনব্যাপী  নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com