(ভিডিও সহ) উন্নয়ন মেলা নিয়ে জেলা প্রশাসনের প্রেস কন্ফারেন্স
আশরাফ আলী॥ “উন্নয়নের রুল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হবে আগামী ১১ জানুয়ারী। উন্নয়ন মেলাকে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ৯ জানুয়ারী দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, প্রেসক্লাব সভাপতি এম. এ সালাম, সাধারণ সম্পাদক এস. এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, সৈয়দ মহসীন পারভেজ, নজরুল ইসলাম মুহিব ও শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান, আগামী ১১ জানুয়ারী উন্নয়ন মেলা শুরু হয়ে শেষ হবে ১৩ জানুয়ারী। ১১ জানুয়ারী সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গনে শেষ হবে। ভিডিও কনফারেন্সর মাধ্যমে সকাল ১০ টায় দেশব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মৌলভীবাজারে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ১ম দিনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য শাহাব উদ্দিন। মেলার দ্বিতীয় দিনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। সমাপনী দিনের দুপুর আড়াইটায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হবে রিয়েলিটি ‘শো’। সমাপনী দিনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
এ বছর সরকারি/বেসরকারি ১০০টি স্টল অংশ গ্রহণ করবে। মেলায় তাৎক্ষনিক বিটিসিএল, বিআরটিএ, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। প্রতিদিন বিকেলে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মন্তব্য করুন