( ভিডিও সহ) কলেজ ছাত্রী তান্নি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে হাজিপুরে মানব বন্ধন অনুষ্ঠিত

April 7, 2018,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার গোপাল নগর রেল ক্রসিং এলাকায় মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী ছাত্রী ও পতনঊষার গ্রামের ৫ মাসের অন্ত:স্বত্তা গৃহবধু তাসকিরা হক তান্নি (২২)-কে পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনে ফেলে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ এপ্রিল দূপুরে কুলাউড়া উপজেলার হাজিপুর এলাকায় মানব বন্ধনে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, প্রধান শিক্ষক কানিহাটি উচ্চ বিদ্যালয় ফজল উদ্দিন আহমদ, সমাজসেবক রেজাউর রহমান চৌধুরী, কলেজ গভর্ণিং বডির সভাপতি সমুজ আলী, অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা প্রমুখ। 

উল্লেখ্য, পাঁচ মাসের অন্তসত্ত্বা গৃহবধু ও মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী তান্নির মৃত্যু ঘটনায় বড় ভাই বাদি হয়ে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পিটিশন মামলা স্বামী সহ বাড়ির ৬ সদস্যের বিরুদ্ধে দায়ের করেন।

গত ২৮ মার্চ তান্নি অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। দেরী দেখে খোঁজাখুঁজি শুরুর এক পর্যায়ে সন্ধ্যা ৭ টায় তান্নি তার মুঠোফোন থেকে স্বামী রাসেলের মুঠোফোনে জানায় শমশেরনগর রেললাইন ধরে হাঁটছে। বিষয়টি রাসেল তান্নির বড় ভাই তামিমকে ফোনে জানায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টায় তান্নির ট্রেনে কাটা খন্ডবিখন্ড লাশ দেখতে পায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com