(ভিডিও সহ) কোদালীছড়া নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

February 6, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে স্বেচ্ছাশ্রমে কোদালীছড়া খননের কাজ নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী সকালে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল আহমদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান (রাজস্ব) এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা: মোঃ আব্দুল আহাদ, মৌলভীবাজার বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান।

 

এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয় আগামী ১০ ফেব্রুয়ারী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোদালীছড়া খননের কাজ মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে দক্ষিণ কলিমাবাদ পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীদের ৬টি ভাগে ভাগ করা হয়েছে।

প্রথমভাগে মৌলভীবাজার বিজনেস ফোরামের নেতৃত্বে মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে টিভি হাসপাতাল রোডের কালভার্ট পর্যন্ত।

দ্বিতীয় ভাগে জেলা প্রশাসনের উদ্যোগে টিভি হাসপাতালের কার্লভাট থেকে মৌলভীবাজার প্রেসক্লাব।

তৃতীয় ভাগে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে প্রেসক্লাব হতে সুলতানপুর কালভার্ট।

চতুর্থ ভাগে সুলতানপুর কালভার্ট থেকে টিক্করবাড়ি গোরস্থান।

পঞ্চমভাগে চেম্বার অব কমার্স টিক্করবাড়ি গোরস্থান হতে দক্ষিণ কলিমাবাদ কালভার্ট।

৬ষ্টভাগে জেলা পুলিশ সুপারের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com