(ভিডিও সহ) জিরেনিয়াম স্কুল এন্ড কলেজে একাডেমিক ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন

March 8, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজার শহরের ইংলিশ মিডিয়াম জিরেনিয়াম স্কুল এন্ড কলেজে স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৮ মার্চ দুপুরে শহরের শমসেরনগর রোডস্থ মাতারকাপন এলাকায় স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন।

স্কুলের চেয়ারম্যন ডাঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক জালাল আহমদ জনির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, যুগ্ম সম্পাদক সালেহ এলাহী কুটি । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আজিজ আহমদ কিবরিয়া ও অভিবাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডা. কামরুজ্জামান।

বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ৩৫টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ইভেন্ট হিসেবে ছিল ডিবেট, দৌড়, হাড়িয়াভাঙ্গা, দড়িলাফ, মার্বেল দৌড়, অংক দৌড় প্রতিযোগীতা ও স্মীতি পরীক্ষা সহ অন্যান্য প্রতিযোগীতা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com