(ভিডিও সহ) জেলা পরিষদের উন্নয়নের অগ্রযাত্রা ২০১৮ অনুুষ্ঠিত : দেশে গরীবের সংখ্যা ৪৪ থেকে কমিয়ে ২২ শতাংশে এসেছে

January 28, 2018,

আশরাফ আলী॥ জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দীন আহমদ এমপি বলেছেন, দেশ এখন অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে। এ দেশে আগে ৪৪ শতাংশ গরীব ছিল। সেটা শেখ হাসিনার সরকার কমিয়ে এনেছেন। এখন ২২ শতাংশ মানুষ গরীব।
রবিবার ২৮ জানুয়ারি মৌলভীবাজার জেলা পরিষদ আয়োজিত উন্নয়নের অগ্রযাত্রা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন এদেশে মাথাপিছু আয় ৫শ ডলার থেকে ১৬শ ডলারে গিয়ে পৌঁচেছে। পাশাপাশি মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর। পদ্মা সেতুর দ্বিতীয় স্পেন বসানো হয়েছে উল্ল্যেখ করে হুইপ বলেন,পদ্মা সেতুর উন্নতি দেখে বিদেশীরা আজ অবাক হচ্ছে। শেখ হাসিনা বিশ্বের প্রভাবশালী নেতার মধ্যে একজন উল্ল্যেখ করে তিনি বলেন, তার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে এটা প্রধানমন্ত্রীর ঘোষণা।
জেলা পরিষদ চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় পৌর জনমিলন কেন্দ্রে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন বলেন, এই অনুষ্ঠানে সেলাই মেশিন,সার্টিফিকেটসহ যে সকল উপকরন উপহার দেয়া হলো-এটা শুধু আ’লীগ সরকারের মাধ্যমেই সম্ভব হয়। এই উন্নয়নের ধারাবাহিতা ধরে রাখতে মৌলভীবাজারের নেতা-কর্মীদের আরো স-ুসংঘটিত হতে হবে। দেশটি মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে উল্ল্যেখ করে তিনি বলেন,২০২১ সালে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। আর সেটা আমরা প্রায় করতে পেরেছি।
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বলেন, বিক্ষোকমুক্ত মৌলভীবাজার ও বিক্ষোকমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই আমরা। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা,কর্মজীবীদের সেলাই মেশিন, সার্টিফিকেটসহ নানা উপকরন প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com