(ভিডিও সহ) পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে মতবিনিময় ও জমি হস্তান্তর
ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারে দীর্ঘদিন পর স্থায়ী ঠিকানা হচ্ছে পক্ষাঘাত গ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সি,আর,পি)র।
এ উপলক্ষে ১ ফেব্রুয়ারী সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সি আর পি প্রতিষ্ঠাতা ডাঃ ভ্যালরী এন ট্রেইলর এর সাথে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ এর উপস্থাপনায় ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দা সায়রা মহসীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সি আর পির প্রতিষ্ঠাতা ডাঃ ভ্যালরী এন ট্রেইলর, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। প্রজেক্টরের মাধ্যমে সি আর পি বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন করেন সি আর পির নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব:) শফিকুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ মায়া ওয়াহেদ, ডা: এ,কে জিল্লুল হক, অতিরিক্ত পুলিশ (বিশেষ শাখা) সারোয়ার আলম, প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সিআরপি ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক একে এম লুৎফুল হক সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সিআরপির ফিজিও থেরাপিষ্ট ডা: ফারুক আহমদসহ সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে সিআরপি’র জন্য সদর উপজেলার মোকামবাজার এলাকায় ৫৩ শতাংশ ভূমির দলিল হস্তান্তর করেন জমিদাতা আফসারুল হক ও আতিকুল হক।
ইতোপূর্বে শহরের পশ্চিমবাজার এলাকায় তিনতলা ভবনসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪ শতাংশ ভূমি প্রদান করেন আছিয়া বেগমের পুত্র প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার। এছাড়া বিভিন্ন ব্যাক্তি নগদ অর্থ অনুদানের ঘোষণা দেন।
মন্তব্য করুন