(ভিডিও সহ) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজারে শোভাযাত্রা

November 25, 2017,

আশরাফ আলী/ ওমর ফারুক নাঈম॥  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দীর্ঘ দুই কিলোমিটার র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছে সর্বস্থরের জনসাধারণ।

এ উপলক্ষে ২৫ নভেম্বর শনিবার সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, প্রেসক্লাব, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন। পরে ফেষ্টুন, ব্যানার সহ রকমারী সাজে শহরে বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়েছে। এরপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোঃ শাহজালাল, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, জেলা বারের সভাপতি এডভোকেট রঞ্জিত কুমার ঘোষ, এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন সহ অনেকে।

 

আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শুরু হয় সকাল ১০টায় শুরু হয়। সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, মৌলভীবাজার প্রেসক্লাব, তথ্য অফিস, সিভিল সার্জন, আয়কর বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আনসার ও

 

গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ স্কাউটস, সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালের কন্ঠ শুভ সংঘ ও দি ফ্লাওয়ার্স কে. জি এন্ড হাই স্কুল, ফায়ার সার্ভিস, জেলা নির্বাচন অফিস, জেলা শিল্পকলা একাডেমী, জেলা মৎস্য অফিস, পানি উন্নয়ন বোর্ড, সরকারী উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মখলিছুর রহমান ডিগ্রি কলেজ, হোয়াইট পার্ল কলেজ সহ সকল সরকারি দফতরের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এসময় পুষ্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com