(ভিডিও সহ) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে প্রথম বারের মত তিনদিনব্যাপি জেলা আঞ্চলিক ইজতেমা বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। শহরতলীর জগন্নাথপুর উপশহরস্থ ইজতেমা মাঠে বুধবার বিকেল থেকে দেশী-বিদেশী মুসল্লিদের আসা শুরু হয়েছে।
জেলা ইজতেমা কমিটির সদস্য আলহাজ¦ আয়াছ আহমদ জানান, মূল প্যান্ডেলের ভেতর প্রায় লক্ষাধিক মানুষের বসার ব্যবস্থা রয়েছে। পুরো মাঠ জুড়ে অরো ৬ থেকে ৭ লাখ মুসল্লি জমায়েতের ব্যবস্থা রয়েছে। ২৭ জানুয়রি শনিবার সকাল ১১টার দিকে আখেরী মোনাজাতের মাধ্যমে আঞ্চলিক ইজতেমা শেষ হবে।
মুসল্লীদের সুবিধার্তে বিশুদ্ধ পানির জন্য প্রস্তুত করা হয়েছে ৮টি গভীর নলকূপ। রয়েছে ওজু, গোছলের ব্যবস্থা ও বিদেশী মেহমান থাকার স্থান। তৈরী করা হয়েছে পরিবেশ বান্ধব ৬ শতাধিক ল্যাট্রিন। এছাড়াও ইজেতেমা মাঠে সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও পুলিশ সার্বিক সহযোগীতা করছে। ইজতেমার মাঠের প্রবেশ মুখে ৬০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
মন্তব্য করুন