(ভিডিও সহ) মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

February 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ যথাযোগ্য মযাদা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।


প্রথম প্রহরে ভাষা শহীদদের স্বরণ করে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। প্রথমে পুষ্পমাল্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন
করেছে বিভিন্ন স্কুল কলেজ,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন, প্রভাত ফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।
সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা
পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ, বাসদ, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল, শিল্পকলা, শিশু একাডেমী, রেড ক্রিসেন্ট, সাংস্কৃতিক জোট, পাবলিক লাইব্রেরী, হামদর্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন।


রাতে শিশুরা হাতে প্ল্যাকার্ড, লাল সবুজ পতাকা বহন করে শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা জানান ভাষাশহীদদের প্রতি।
সকালে প্রভাত ফেরির পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্থানীয় সরকারি স্কুল মাঠের শহীদ মিনার স্থলে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এ দিকে জেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, দেয়াল লিখন ইত্যাদি। রাতে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com