( ভিডিও সহ) বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

March 17, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে জেলা প্রশাসন ও সর্বস্থরের জনসাধারণ।
এ উপলক্ষে শনিবার ১৭ মার্চ দিনব্যাপী র‌্যালী, আলোচনা সভা, শিশু-কিশোরদের প্রতিযোগীতা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ

মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা আওয়ামীলীগ সভপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে পুষ্পকস্তবক অর্পন করে মৌলভীবাজার পৌরসভা, সাবেক বৃট্রিশ কাউন্সিলার ও এম আর গ্রুপের চেয়ারম্যান এম এ রহিম (সিআইপি), জেলা যুবলীগ সভাপতি নাহিদ আমহদ, সম্পাদক রেজাউল করিম সুমন, পৌর আওয়ামীলীগ, জেলা কৃষকলীগ, আনসার ও ভিডিপি, সিভিল সার্জন অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মহিলা সংস্থা, এমবি মিডিয়া, আলহাজ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

সকাল ৯টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী উচচ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সুশিল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশ থাকবে শিশু ভাল’ প্রতিবাদ্য বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও  প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন। 

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম, জেলা আওয়ামীলীগ সভপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, চেম্বার সভাপতি কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

পরে চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com