( ভিডিও সহ) মৌলভীবাজারে বিশ্ব যক্ষা দিবস পালিত
স্টাফ রিপোর্টার॥ “ নেতৃত্ব চাই যক্ষা নিমূলে,ইতিহাস গড়ি সবাই মিলে ”এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
২৪ মার্চ শনিবার বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এনজিও হীড বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ইত্যাদি। সিভিল সার্জন কার্য্যালয় থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে জেলা ইপিআই ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: নাসির এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শর্য্যা হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি পাল কানুনগো, জেলা পরিষদের মহিলা সদস্য সৈয়দা জেরিন আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
বক্তব্য রাখেন হীড বাংলাদেশের যক্ষা কর্মসুচির প্রকল্প পরিচালক মন্ডু জ্যাকব, রাজেন্দ্র কৈরী, নাটাব সদস্য শাহিন আহমদ প্রমূখ। বক্তারা যক্ষা নিয়ন্ত্রনে জন সচেতনার উপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন