(ভিডিও সহ) মৌলভীবাজারে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা ২০১৮ শুরু হয়েছে। এর আয়োজন করেছে তাঁতীলীগ জেলা শাখা।
বৃহস্পতিবার ২১ মার্চ বিকেলে তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন।
জেলা তাঁতীলীগের আহ্বায়ক মোঃ আলী হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা সায়রা মহসীন বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। বর্তমান সরকার তাঁত ও বস্ত্র শিল্পের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জেলা তাঁতীলীগ এই মেলার আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তাঁতশিল্পকে আরও আধুনিক ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এই শিল্পের প্রসারে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই এই সরকার নিচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাম্মেল আলী, শেখ নজরুল ইসলাম, আজাদ আহমদ, দুরুদ আহমদ, চিন্নু রঞ্জন তালুকদার প্রমুখ।
মন্তব্য করুন