(ভিডিও সহ) শ্রীমঙ্গলে রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন

December 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর নিজস্ব অর্থায়নে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইছবপুরে নির্মিত রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় উদ্বোধন শেষে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, এই প্লান্ট স্থাপনের ফলে কর্মসংস্থান সৃষ্টি সহ কাঠ আমদানি হ্রাস পাবে। জীবনীশক্তি হারানো রাবার কাঠ এতদিন শুধু জ্বালানি কাঠ হিসেবে ব্যাহৃত হত ট্রিটমেন্টের ফলে সেটি কাঠমূল্যবান কাঠে হিসেবে পরিণত হবে। এর ফলে জাতীয় অর্থনীতি আরো মজবুত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুলাহ আল ইসলাম জ্যাকব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব ইসতিয়াক।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিশ্বের উন্নত দেশ গুলোতে কাঠ সৃজনিং করে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের দেশে বনায়ন সমৃদ্ধ। আমাদের দেশেও এভাবে সকল কাঠ সৃজনিং করে ব্যবহার করলে বন সমৃদ্ধ হবে। তাই বেসরকারী প্রতিষ্ঠান গুলোকেও তিনি ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের আহব্বান জানান।
পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুলাহ আল ইসলাম জ্যাকব বলেন, ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের এ ঘটনা দেশের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য ভুমিকা রাখবে। এটি স্থাপনের ফলে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন প্রতিমাসে আড়াই কোটি টাকা মুনাফা অর্জন করবে।
এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসীন, সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ আব্দুল কাদির এনডিসি।
বনশিল্প উন্নয়ন কর্পোরেশন জানায় সিলেট জোনে, সরকারী ৪টি রাবার বাগানে এই মুহুতে ৭ লক্ষ জীবন চক্র হারানো রাবার গাছ রয়েছে। যার বর্তমান বাজার মুল্য ১৯ কোটি টাকা আর টিটমেন্টের পর তার মুল্য হবে ৩শত ৮৪ কোটি টাকা।
তারা জানান, বর্তমানে প্রতি সিএফটি কাঠের মুল্য ২৫ থেকে ৩০ টাকা এবং সিজনিং এর পর তার মুল্য হবে ১১ শত টাকা থেকে ১৫ টাকা
এই গাছ গুলো সৃজনিং করার পর সাশ্রয়ী মুল্যে স্থানীয় অধিবাসী তাদের অনান্য গাছও এখান থেকে সৃজনিং করতে পারবেন বলে জানান বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের শ্রীমঙ্গলের মহা ব্যবস্থাপক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোঃ শাকিল আহমদ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com