(ভিডিও সহ ) মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ এনামুল হক রাজা ও সকল ইউপি সদস্যরা দায়িত্ব গ্রহন করেছেন।
১৭ আগস্ট বুধবার বিকেলে নাজিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে দায়িত্ব গ্রহন ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক ও গবেষক সাদেক আহমদ, ইউনাইটেড এয়ার লাইন্সের প্রধান উপদেষ্ঠা সৈয়দ আব্দুল মুক্তাদির,
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান, সাবেক চেয়ারম্যান সুলেমান আহমদ, রেডিও পল্লী কন্ঠের সিনিওর ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক সামসুদ্দিন আহমদ, সমাজসেবী ছালেহ আহমদ, সাঈদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী চেয়ারম্যান মাহমুদুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি জেলা পরিবার পরিকল্পনা অফিসার রাশেদুল হক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজার হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহনকারী চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে আমি নাজিরাবাদ ইউনিয়নবাসীর দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। ইউনিয়নবাসী তার নিজ নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে আমার কাছে এলেই আমি সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।
তিনি ইউনিয়নবাসীর আপদ-বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আপনারা ভোটে যেভাবে সহযোগিতা করে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন,
আগামী দিনগুলোতেও ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে আপনাদের সার্বক্ষনিক পাশে চাই। আপনাদের সহযোগীতায় নাজিরাবাদ ইউনিয়নকে একটি উন্নয়নের মডেল ইউনিয়ন বানাতে চাই”। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন।
মন্তব্য করুন