(ভিডিও সহ) রাজনগরে পৃথকভাবে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

March 8, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দেশ্বর কালাইর গোল দাখিল মাদরাসা ও শিউলি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথকভাবে নবনির্মিত একাডেমিক ভবণের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। পরে  শিউলি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এদিকে ইন্দেশ্বর কালাইরগোল দাখিল মাদরাসায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বুধবার ৭ মার্চ বিকাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে  ও রাজনগর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. কবির মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মজনুর রহমান, বিদ্যালয়ের প্রতিষ্টাতা আলহাজ্ব আব্দুল মান্নান।

ইন্দেশ্বর কালাইরগোল দাখিল মাদরাসায় উদ্বোধনী অনুষ্ঠনে ম্যানেজিং কমিটির সভাপতি মো.ফজলু মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-মাদরাসার সুপার মাওলানা মুতিউর রহমান।

উভয় অনুষ্ঠানে সৈয়দা সায়রা মহসিন এমপি বলেন-বর্তমান সরকার প্রতিবছর বাজেটে শিক্ষাখাতকে গুরত্ব দিছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে পদক্ষেপ নিয়েছে তা এখন সাধারণ মানুষ ভোগ করছে। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com