(ভিডিও সহ) সরকারী চাকুরীতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে সভা ও স্মারকলিপি

April 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু ঘোষিত সরকারী চাকুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচলিত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবীতে তথাকথিত আন্দোলনের প্রতিবাদে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

মঙ্গলবার ১০ এপ্রিল সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কান্তি দেব, রিমন আহমদ, মাধবী দাশ প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র নামধারী কিছু মুক্তিযুদ্ধ বিরোধীরা এই তথাকথিত আন্দোলন করছে। মুখোশধারী এরা কারা ? এদেরকে চিহ্নিত করতে হবে।

এছাড়া  ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা যারা কেড়ে নিতে চাইছে তাঁদের বিরুদ্ধে তাদের আন্দোলন অভ্যাহত থাকবে। প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com